পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১১

এই মন্ত্রীগুলার অন্তত একটা ভালো দিক কেউ বলবেন কি?


আমার তো মনে হয়, হাসিনার উচিত এই মন্ত্রী গুলানকে অতিসত্বর ছাটাই করে ফেলা উচিত। তাহলে আওয়ামীলীগের পাপের বোঝা সামান্য হলেও কমবে। 

১।এই মন্ত্রীটা যখনই মুখ খুলে, তখনই বাজারে আগুন লাগে, আমি যদি তারে হাতের কাছে পাইতাম, তবে মুখে সুপার গ্লু লাগাইয়া দিতাম। আরে বাবা, কিছু করতে না পারিস, চুপ করে থাক, তুরে কথা কইতে কইছে কে? আজকে তো আওয়ামীলীগের দলীয় নেতারাও বলেছেন, তাকে পদত্যাগ করতে। এমন হায়া শরম ছাড়া মানুষ কেমনে মন্ত্রী হয়, সেটা আমার বোধগম্য হচ্ছে না।



২। এর পরে আসছে এই মন্ত্রীটা, যে সব সময় মনে করে, দেশের আইন শৃংখলা পরিস্হতি পূর্বের যে কোনো সময়ের চেয়ে ভালো। যিনি শুধু নির্দেশ দিয়ে দেন, সেটা বাস্তবায়ন হয় কিনা, সেটা জানেন না।




৩। দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার জন্য ইনার মতো একজন মন্ত্রীই যথেষ্ট।
ভারত বাংলাদেশ এখন তেতুল পাতায় আছে। ভারতকে তো দিতে দিতে সবই দিয়ে দিলো, বিনিময়ে কিছু পেলো কি?



৪। এক পদ্মাসেতু ছাড়া এই লোকটা আর কোনো কথা বলে না। শুধু বলে এটা হবে, সেটা হবে। এই মন্ত্রীকে নিয়ে খোদ সংসদেও সমালোচনা হয়েছে। কাজের কাজ কিছু করে নাই এই মন্ত্রী।



৫। খোদা না করুক, যুদ্ধাপরাধীর বিচার যদি কখনো বাঁধাগ্রস্ত হয়, তবে তার জন্য ১২ আনা দায়ী থাকবে এই লোকটার বাচলামী।



৬। এইডা শেয়ার বাজার কেরেংকালীর নাটের গুরুদের রক্ষার চেষ্টা করেছিলো। পরীক্ষায় পাশ করতে পারে নাই। এটারেও বদলানো দরকার। তয় আর একটু বাজাইয়া দেখতে পারেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন